ম্যানেজার না-পসন্দ, বদলির দাবিতে বিক্ষোভ শ্রমিকদের
আমার কথা, অন্ডাল, ২৯ জুলাই:
ম্যানেজারের বদলির দাবিতে বিক্ষোভ দেখালো শ্রমিক সংগঠন কে,কে এস,সি । শুক্রবার কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারীর এর ঘটনা ।
কোলিয়ারির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার নিজের কাজে সক্রিয় নয় । কাজ দেখ ভালের জন্য যান না কোলিয়ারির খনির নিচে । দপ্তরে বসে কাজ পরিচালনা করেন । শ্রমিকদের সাথে ব্যবহার ও ভালো নয় । অভিযোগ কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারির ম্যানেজার একে চৌধুরীর বিরুদ্ধে । শুক্রবার ম্যানেজার এ কে চৌধুরী-র বদলীর দাবিতে সিদুলি কোলিয়ারির খনি চাণকে বিক্ষোভ দেখায় তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কে কে এস সি-র সমর্থকেরা । এদিন সকাল আটটা থেকে ঘন্টাখানেক বিক্ষোভ চলে । বিক্ষোভের জেরে ব্যাহত হয় কোলিয়ারীর স্বাভাবিক কাজ । পরে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয় কোলিয়ারির এজেন্ট এ কে পি সিং এর সাথে । এজেন্টের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় । কে কে এস সি সংগঠনের নেতা প্রদীপ রানা জানান ম্যানেজার নিজের কাজের সক্রিয় নন । শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন, তাই আমরা ম্যানেজারের বদলির দাবী জানাচ্ছি । এজেন্ট আশ্বাস দিয়েছেন দাবি পূরণের বলে জানান রাণা বাবু ।