মোদী পদবী মামলায় সুপ্রিম কোর্টের রায় রাহুলের পক্ষে, খুশি কংগ্রেস মহলে
admin
August 4, 2023
আমার কথা, আসানসোল, ৪ জাগস্ট:
মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধীর স্বপক্ষে রায় দেওয়ায় খুশির মহল দেখা গেল কংগ্রেস কর্মীদের মধ্যে, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে আসানসোল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল করা হয়। সেই মিছিলে এক অপরকে আবির্ মাখিয়ে তারা আনন্দ করেন।
কংগ্রেস কর্মীদের বক্তব্য রাহুল গান্ধীর বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র নিফলে গেল বিরোধীদের। আজ প্রমাণ হয়ে গেছে রাহুল গান্ধী সত্যের পথে ছিলেন এবং আগামী দিনের সত্যের পথে থাকবেন।