দল মনোনীত প্রার্থীদের হারিয়ে প্রধান উপপ্রধান হলেন অন্য প্রার্থীরা
আমার কথা, অন্ডাল, ১০ আগস্ট:
শাসক দল বোর্ড গঠন করলো, কিন্তু পরাজিত হলেন দল মনোনীত প্রধান, উপ প্রধানরা। ভোটাভুটিতে নির্বাচিত হলেন অন্যরা। উখরা ও খান্দরা পঞ্চায়েতের ঘটনা। দ্বন্দ্বের কারণে এমন চিত্র মানতে রাজি নয় দল।
পঞ্চায়েতের বোর্ড গঠনের একদিন আগে নির্বাচিত সদস্যদের নিয়ে শাসকদলের নেতারা বৈঠক করে জানিয়ে দিয়েছিল দলের মনোনীত প্রধান, উপ প্রধানের নাম। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছিল নির্দেশ না মানলে দল থেকে বহিষ্কার করার হুমকিও। কিন্তু বৃহস্পতিবার বোর্ড গঠনের সময় উখরা ও খান্দরা পঞ্চায়েতে দেখা গেল অন্য চিত্র। দল মনোনীত প্রধান, উপ-প্রধানদের ভোটাভুটিতে হারিয়ে ওই পদে নির্বাচিত হলেন অন্যরা। ঘটনায় হতবাক দলের সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি দলের শীর্ষ নেতারাও। উখরা গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান পদে শাসকদলের মনোনীত প্রার্থী ছিলেন নিশীথ সৌমন্ডল ও শরণ সাইগল। অন্যদিকে খান্দরা পঞ্চায়েতে প্রধান পদে অপর্ণা বাধ্যকর ও উপপ্রধান পদে আশীষ ভট্টাচার্য নাম শোনা গিয়েছিল শাসকদলের নেতাদের মুখে। তাই বৃহস্পতিবার বোর্ড গঠনে এই দুটি পঞ্চায়েতে প্রধান ও উপ প্রধানের নাম ঘোষণা ছিল আনুষ্ঠানিক ব্যাপার। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। চিত্রনাট্যে ছিল ক্লাইম্যাক্স, যা দেখা গেল বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর।
উখরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রধান পদের জন্য দুটি নাম প্রস্তাব হয়। একটি দল মনোনীত নিশীথ সৌমন্ডল, অন্যটি মিনা কোল। ভোটাভুটিতে মিনা কোল ১৫-টি ও নিশিথ সৌমন্ডল পান ১২টি ভোট। তিনটি ভোট বেশি পান প্রধান নির্বাচিত হন মিনা দেবী। উপপ্রধান পদে দলের প্রার্থী ছিলেন শরণ সায়গল। অপর দাবিদার ছিলেন রাজু মুখোপাধ্যায়। ভোটাভুটিতে ২৭-টি ভোটের মধ্যে শরণ বাবু ১৫ টি ও রাজু মুখোপাধ্যায় পান ১১ টি ভোট। একটি ভোট বাতিল হয়।
অন্যদিকে প্রত্যাশিত মত খান্দরা পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন দল মনোনীত অপর্ণা বাদ্যকর। উপপ্রধান পদে ভোটাভুটিতে হেরে যান দল মনোনীত প্রার্থী আশীষ ভট্টাচার্য। ভোটাভুটিতে ১৩-১০ ভোটে জিতে উপপ্রধান নির্বাচিত হন গণেশ বাদ্যকর। এই পঞ্চায়েতে ২৩টি আসনের মধ্যে কুড়িটি তৃণমূলের তিনটি জিতেছে সিপিএম। উপপ্রধান পদে দলের মনোনীত প্রার্থী আশীষ ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের সদস্য গণেশ বাদ্যকরের নাম প্রস্তাব করেন সিপিএমের জেতা এক সদস্য বলে সূত্রের খবর। সিপিএমের তিনটি ভোটই গণেশ বাদ্যকর পান। সিপিএমের সাথে জোট করে গণেশ বাদ্যকর উপপ্রধান মনোনীত হয়েছেন বলে অভিযোগ করেন দল মনোনীত পরাজিত প্রার্থী আশীষ ভট্টাচার্য।
দলের মনোনীত প্রার্থীরা হেরে যাওয়া প্রসঙ্গে তৃণমূলের জেলা নেতা উত্তম মুখোপাধ্যায় জানান এর পেছনে গোষ্ঠীদ্বন্দ্বের কারণ নেই। নির্বাচিত সদস্যরা তাদের মনোনীত প্রার্থীকে প্রধান, উপপ্রধান বেছে নিয়েছে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে কেন এমনটা হল তা দল পর্যালোচনা করবে বলে জানান অপর এক জেলা নেতা।