গোপালপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তির লক্ষ্য সাধারন মানুষের উন্নয়ণ
আমার কথা, কাঁকসা, ১১ আগস্ট:
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ কাঁকসা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান সুমনা সাহা এবং উপ প্রধান নাসিম হায়দার মল্লিক কে নিয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে পানাগড় বাজারের তৃণমূলের দলীয় কার্যালয় পর্যন্ত মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকেরা।
এদিন একে অপরকে সবুজ আবির মাখিয়ে ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করেন তৃণমূল কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য সহ কাঁকসা ব্লকের তৃণমূলের কর্মী সমর্থকেরা।
অন্যদিকে গোপালপুর পঞ্চায়েতে প্রধান হলেন শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান হলেন গণেশ মন্ডল।
দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের দেখানো রাস্তায় তারই অনুপ্রেরণা সাধারন মানুষের উন্নয়নই একমাত্র লক্ষ্য বলে জানান শ্রীনন্দা রায় মহান্তি