স্কুলের ভেতরে জমে রয়েছে জল, ডেঙ্গুর ভয়ে ক্ষুব্ধ অভিভাবকরা
আমার কথা, কাঁকসা, ১৯ আগস্ট:
সাফাই হয় না নিকাশী নালা যার কারণে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির ফলে বিদ্যালয় প্রাঙ্গনে জমেছে বৃষ্টির জল। তার সাথে বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি পুকুর।
সেই পুকুরের জল নিষ্কাশন না হয়ে উল্টে বিদ্যালয় প্রাঙ্গণে জমে যাওয়ায় জলমগ্ন হয়ে গিয়েছে গোটা বিদ্যালয়ের চত্বর। ঘটনাটি পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের। শনিবার সকালে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের মধ্যে অবস্থিত প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ছাড়তে এসে বিদ্যালয়ের বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ গোটা বিদ্যালয় চত্বরে জল জমে যাওয়ার কারণে মশার উপদ্রব বেড়েছে।
যার ফলে ডেঙ্গু ম্যালেরিয়া সহ নানান রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের মধ্যে সাপ, ব্যাংক সহ পোকামাকড় স্কুলের ভেতরে ঢুকে পড়ছে। এই বিষয়ে তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে গেলে তারা স্পষ্ট জানায় যেহেতু প্রাইমারি স্কুল হাই স্কুলের অধীনে রয়েছে সেই কারণে বিদ্যালয় রক্ষণাবেক্ষনের দায়িত্ব হাইস্কুলের।
বিষয়টি দ্বারা হাই স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছেন।
অভিভাবকরা জানিয়েছেন বিদ্যালয়ের বেহাল অবস্থার জন্য তারা বহুবার অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই আতঙ্কের মধ্যেই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের প্রবেশ করতে হচ্ছে।