উচ্ছেদের মাঝেই পুনর্বাসন, এডিডিয়ের থেকে নতুন দোকান পেলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা
আমার কথা, দুর্গাপুর, ২৩ আগস্ট:
অবৈধভাবে গড়ে তোলা বেশ কিছু দোকানঘর আগেই ভেঙ্গে দিয়েছিল আসানসোল- দুর্গাপুর উন্নয়ন পর্যদ(এডিডিএ)। যে দোকানগুলি ভাঙ্গা হয়েছিল সেগুলির মধ্যে অন্যতম এমএএমসি-র বিটু বাজার সংলগ্ন রায় গুমটি। বুধবার এই এলাকার পাঁচ ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে দোকানঘর তুলে দেওয়া হল এডিডিএ-র পক্ষ থেকে।এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দোকানগুলি ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেন সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ এডিডিএ-র শীর্য কর্তারা।
তাপস বাবু জানান বিশ্বকর্মা নগরের এই অঞ্চলে আরো ২৪ টি দোকানঘর তৈরি করা হয়েছে।শীঘ্রই সেই দোকানঘর গুলিও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখ্য,সম্প্রতি সিটি সেন্টার সহ বেশ কয়েকটি এলাকায় এডিডিএ-র জমিতে অবৈধভাবে ব্যবসা ফেঁদে বসা বেশ কিছু দোকানঘর ভেঙ্গে দেয় সংস্থা। এই উচ্ছেদ অভিযানকে ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে শহরের রাজনৈতিক আকাশ। আর সেই আবহে কয়েকজনের দোকানঘর প্রাপ্তি নিঃসন্দেহে শহরের বুকে অন্যমাত্রা যোগ
করেছে।