বালি মাফিয়াদের হুমকিকে অগ্রাহ্য, ট্রাক্টর আটকালেন গ্রামের মহিলারা
আমার কথা, কাঁকসা, ৩ সেপ্টেম্বর:
অবৈধ ভাবে বালি কারবারের জেরে অতিষ্ট হয়ে কাঁকসার বনকাটি এলাকার মহিলারা রাস্তা বাঁশ দিয়ে ঘিরে অজয় নদের বালিঘাটের রাস্তা বন্ধ করে দিলো। যার ফলে নদ থেকে সরাসরি বালি তুলে নিয়ে যাওয়ার সময় প্রচুর বালি বোঝাই ট্রাক্টর আটকে পড়ে।
অজয় নদ থেকে বালি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে জল পড়ে পড়ে নষ্ট হচ্ছে গ্রামের রাস্তা।
গ্রামের অধিকাংশ রাস্তা বেহাল হয়ে পড়েছে।
গ্রাম বাসীদের অভিযোগ প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাদের।
সব জেনেও প্রশাসন চুপ।
সেখানকার বাসিন্দারা নিরাপত্তা অভাব বোধ করছে বলে অভিযোগ।
বাসিন্দাদের প্রতিবাদের জেরে পিছু হটে বালি মাফিয়ারা।
বনকাটি পঞ্চায়েতের বিজেপি সদস্যার অভিযোগ এখন তো নদ থেকে বালি তোলা নিষিদ্ধ। কোন ক্ষমতা বলে তারা নদ থেকে বালি তুলছে?
যদিও এই ঘটনার প্রসঙ্গে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন এই বিষয়ে তিনি খবর পেয়েছেন। গোটা বিষয়ের উপর নজর রাখা হয়েছে।