দুর্গাপুরে ভুয়ো নাম্বার লাগিয়ে রড চুরির ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার আরো ১
আমার কথা, দুর্গাপুর, ৮ সেপ্টেম্বর:
টিএমটি বার চুরিচক্রের আরও এক পান্ডা এবার কোকওভেন থানার পুলিশের জালে। অজয় শর্মা নামক এক ব্যক্তিকে বৃহষ্পতিবার হাওড়া থেকে গ্রেপ্তার করে কোকওভেন থানার পুলিশ। ধৃতকে আজ শুক্রবার দুর্গাপুর আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ হয়। উল্লেখ্য গত ২৭ শে আগষ্ট ঝাড়খন্ডের রাঁচী থেকে মহ: ইকবাল নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কোকওভেন থানার পুলিশ। ধৃতকে জেরা করে ঝাড়খন্ডের লোহারডাগা থেকে আরও ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে, উদ্ধার হয় চুরি যাওয়া ২ টন টিএমটি রড। গাড়ীর নম্বর পাল্টিয়ে দুর্গাপুরের এক বেসরকারী কারখানা থেকে টিএমটি বার নিয়ে উধাও হয়ে যায় কয়েকজন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে একের পর এক তথ্য সামনে আসতে থাকে , সেই সুত্র ধরেই ৫ নম্বর অভিযূক্তকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সুত্রের খবর এই ব্যক্তি ট্রাক কাটিং ও ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে মাল পাচারের অপরাধে যুক্ত।