পান্ডবেশ্বরে বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, উত্তেজনা
আমার কথা, পান্ডবেশ্বর, ১৫ সেপ্টেম্বর:
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, আহত আরো এক। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর এর বিলপাহাড়ি মোড়ে।
শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ জাতীয় সড়কে মোটর বাইকে করে পাণ্ডবেশ্বর এর দিক থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের মামাকুঠি এলাকার বাসিন্দা কৃষ্ণ শুক্লা ও ভিকি কোলে (২০) নামে দুই যুবক। বিলপাহাড়ি মোড় এর কাছে সে সময় পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল পার্শ্ববর্তী বীরভূম জেলার ময়নাডালের বাসিন্দা শুভম বাউরী (২২) নামে এক পথচারী। দ্রুতগতির বাইকটি সজোরে শুভমকে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় পথচারী শুভম ও বাইকের সাওয়ারি দুই যুবক গুরুতর জখম হন পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশ ও স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানকার চিকিৎসকরা বাইক আরোহী ভিকি কোল ও পথচারী শুভম বাউরীকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনাটি ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কের সোনপুর বাজারি ও বিলপাহাড়ি মোড়ে নিয়মিত দুর্ঘটনা ঘটে। সম্প্রতি পাণ্ডবেশ্বর এলাকায় পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশ থানা তৈরি হলেও পথ দুর্ঘটনায় ছেদ পড়েনি। রাস্তায় স্পিড ব্রেকার ও যান নিয়ন্ত্রণের দাবি জানান স্থানীয়রা।