বিলুপ্ত হচ্ছে বাংলার ঐতিহ্য, ফিরিয়ে আনতে উখরায় ভাদু পুজোর আয়োজন
আমার কথা, অন্ডাল, ১৮ সেপ্টেম্বর:
উখড়া গ্রামের চ্যাটার্জি পাড়াতে সাড়ম্বরে আয়োজিত হচ্ছে ভাদু পুজো। ভাদুর মূর্তি সহ পুজোর আয়োজন হয়েছে পাড়ার দুর্গা মন্দিরে। সোমবার সন্ধ্যায় মন্দিরে গিয়ে দেখা যায় মহিলাদের ভিড়। একদিকে চলছে লুচি তৈরি সহ ভোগের আয়োজন। অন্যদিকে সমস্বরে মহিলারা গাইছেন ভাদুর আরাধনায় নানা গান।
মহিলারা জানান আজ থেকে ৪৫ বছর আগে পর্যন্ত পাড়াতে ভাদু পুজোর আয়োজন হত । পরবর্তীকালে পাড়ার মহিলাদের বিয়ের পর একে একে সবাই নিজের নিজের শ্বশুর বাড়ি চলে যাওয়ায় সেই পুজো বন্ধ হয়ে যায়। ২০১৯ সালে পুনরায় ভাদু পুজোর শুরু হয়। বন্দনা ব্যানার্জি, মঞ্জু মুখার্জি, পারমিতা ব্যানার্জিরা জানান ছোটবেলায় পাড়ার মেয়েরা মিলে ভাদু পুজো করতাম। বিয়ের পর নিজের নিজের শ্বশুরবাড়ি চলে যাওয়ায় পুজো বন্ধ হয়ে যায়। ছোটবেলার স্মৃতি ফিরে পেতে ফের সকলে মিলে পূজোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু হয় পুজো। সবাই নিজের নিজের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে ফিরে আসে ভাদু পুজোতে অংশ নিতে। পাড়ার বউ মেয়েরাও এখন ভাদু পুজোতে সামিল হয় । একদিনের পুজো আজ ভাদুর জাগরণ। মন্দিরে সবাই রাত জেগে থাকবে। সেজন্য রাত ভোর ভাদু গানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।