দুর্গাপুরে সাধারণ মানুষের স্বার্থে আইনি পরামর্শের “ক্লাষ্টার মিট”
আমার কথা, দুর্গাপুর, ২ অক্টোবর:
বিনামূল্যে সাধারণ নাগরিকদের আইনি পরামর্শ ও আইনি সহায়তা প্রদান করতে দুর্গাপুর সার্কিট হাউসে চার জেলার জজ দের নিয়ে অনুষ্ঠিত হলো ক্লাষ্টার মিট। আইনি সচেতনতার এই সভায় পূর্ব ও পশ্চিম বর্ধমানের পাশাপাশি পুরুলিয়া ও বাঁকুড়া জেলা জজরা উপস্থিত ছিলেন। সমস্ত অনুষ্ঠানটি পৌরহিত্য করেন
কলকাতা হাইকোর্টের বিচারপতি আই পি মুখার্জী ( জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন )। চার জেলার বিচারক গণ ও ওই জেলা গুলির বিভাগীয় বিচারকগণ সর্ব সাধারণের আইনি উপদেশ পাওয়ায় ক্ষেত্রে ও ন্যায্য আইনি সহায়তার ক্ষেত্রে ফ্রী গ্রিভান্স সেল কি ভাবে সেতু বন্ধের ভূমিকা নিচ্ছে সে কথা তুলে ধরেন। কেন্দ্র ও রাজ্য ন্যায় বিভাগ কর্তৃক এই ধরনের আইনি সহায়তার বিষয়টি এখনো অনেক আইনের দরবারে বিচারপ্রার্থী মানুষ জানেনই না বলে জানান ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগেল সার্ভিস অথরিটির রেজিস্ট্রর / ডেপুটি সেক্রেটারি সুকুমার মন্ডল। রেল দুর্ঘটনায় মৃত যাত্রী ও মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে ও দুর্যোগের শিকার মানুষের সঠিক আইনি পথে বিচার পাওয়া যাতে এই দ্রুত আইনি প্রক্রিয়ার মাধম্যে দ্রুত সমাধান পায় সেই বিষয় গুলির কথা তুলে ধরা হয়। এই মিটে উপস্তিত ছিলেন চার জেলার জেলা জজ ও জেলা বিভাগিও চেয়ারম্যান ও সেক্রেটারি গণ।