এডিডিএ থেকে টেন্ডার পেয়েই দখলদারদের থেকে ‘হপ্তা’ চাওয়ার অভিযোগ, প্রতিবাদ
আমার কথা, দুর্গাপুর, ৩ অক্টোবর:
পুরাতন সাইকেল স্ট্যান্ড চালাতেন তারা। কেউ ১২ বছর ধরে তো কেউ ৩৫ বছর ধরে। যদিও জায়গা দখল করে। সেই জায়গা থেকে তাদের উচ্ছেদ করে টেন্ডার ডেকে সেই জায়গা পার্কিং লট করার জন্য যে কোম্পানীর হাতে তুলে দেওয়া হল সেই কোম্পানীর বিরুদ্ধেই উঠল এবার ‘হপ্তা’ চাওয়ার অভিযোগ।
প্রতিবাদকারী ঝন্টু ধারা বলেন সিটিসেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন ও জাতীয় সড়কের ধারে জঙ্গল কেটে পরিষ্কার করে তারা দীর্ঘদিন ধরে সাইকেল স্ট্যান্ড চালাচ্ছেন। এই রোজগারে তারা সংসার চালাচ্ছিলেন। কিন্তু তাদের উচ্ছেদ করে এডিডিএ যাকে আনুষ্ঠানিকভাবে এই জায়গাটি দিলো সেই কোম্পানীর পরিচালক সুজয় পাল ওরফে কেবুর লোকজন তাদের থেকে প্রতিদিন ১২,৫০০ টাকা করে ভাড়া চাইছে যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব। তাদের অভিযোগ এত বছর ধরে তারা ওই জায়গায় সাইকেল স্ট্যান্ড বানিয়ে কাজ করছেন, যদি টেন্ডার ডেকে জায়গা দিতে হয় সেটা তাদের কেন দেওয়া হবে না? এডিডিএ সেই বিষয়টিকে যদি মানবিকতার চোখে দেখা উচিত ছিল। তারা হপ্তা দিতে রাজী নন। যদি টাকা দিতে হয় তাহলে সরাসরি এডিডিএ কেই দেবেন। তারা তাদের সাইকেল স্ট্যান্ড ফিরে পাওয়ার আর্জি নিয়ে আজ সিটিসেন্টার বাস স্ট্যান্ডে ধর্ণায় বসেন।