অজয় থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের মৃতদেহ, আটক ২ বন্ধু
আমার কথা, পান্ডবেশ্বর, ১৩ অক্টোবর:
নদী থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্রের মৃতদেহ। মৃতের নাম প্রীতম মন্ডল (১২)। শুক্রবার সকালে পাণ্ডবেশ্বরের অজয় নদী থেকে দেহটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ আটক করেছে মৃত ছাত্রের দুই কিশোর বন্ধুকে।
বছর ১২-র প্রীতম মণ্ডল বৃহস্পতিবার স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে বের হয় এক সহপাঠীর সাথে। তারপর সে আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে পাণ্ডবেশ্বর এর অজয় নদী থেকে উদ্ধার হয় প্রীতমের মৃতদেহ। ঝাড়খণ্ডের ঝালার এলাকায় তার বাড়ি। ছোটবেলা থেকেই প্রীতম থাকতো পাণ্ডবেশ্বর এর এবিপিট এলাকায় মামার বাড়িতে। পড়াশুনা করতো একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীতে। প্রীতমের মামা গণপতি মন্ডল জানান বৃহস্পতিবার প্রীতম তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। ফের বেরিয়ে যায় বাইরে। তারপর থেকে প্রীতমের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গতকাল বেলা ১১ টা নাগাদ সহপাঠি গৌরব সিংহের সাথে প্রীতমকে। প্রীতমের ব্যাপারে গৌরবকে চেপে ধরতে সে জানায় স্কুল থেকে ফিরে গতকাল প্রীতম সহ তিন জন বন্ধু গিয়েছিল অজয় নদীতে স্নান করতে। প্রীতম জলে ডুবে যায়। প্রীতমের খোঁজ না পেয়ে ভয়ে তারা বাড়ি চলে আসে বলে স্বীকার করে গৌরব।
শুক্রবার সকালে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অজয় নদীতে নিখোঁজ প্রীতমের খোঁজ শুরু করে। এদিন বেলা এগারোটা নাগাদ অজয় নদীর ব্রিজের নিচে প্রীতমের দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া।