আসানসোলে পুর পরিষেবার বেহাল দশার অভিযোগ তুলে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ
আমার কথা, আসানসোল, ১৩ অক্টোবর:
ভারতীয় জনতা যুব মোর্চা আসানসোল জেলা সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আসানসোল পৌরনিগম অঞ্চল জুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, পানীয় জলের সঙ্কট ও রাস্তাঘাটের বেহাল দশার কারণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে আসানসোল পুরনিগমে মহানাগরিকের কাছে এক স্মারকলিপি প্রদান কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন দুপুর ১২ টা নাগাদ। যদিও এদিন বিজেপির কর্মসূচি শুরু হয় দুপুর দেড়টা নাগাদ।আসানসোলের গির্জা মোড় থেকে। যেখানে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর প্রতিবাদে প্রতিকী শবদেহ নিয়ে আসানসোল পুরনিগম পর্যন্ত মিছিল করে বিজেপির কর্মী সমর্থকেরা।এদিন আসানসোল পুরনিগমের সামনে এসেও তারা বিক্ষোভ দেখান। এরপর অবস্থান বিক্ষোভ মঞ্চে দাড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, আসানসোল পুরনিগমে অনেক প্রকার দুর্নীতি হয়েছে। যার মধ্যে অন্যতম অম্রুত প্রকল্প। যেখানে কেন্দ্রের সরকার এখনো পর্যন্ত ৫০০ কোটি টাকা পাঠালেও রাজ্য সরকার আসানসোল পুরনিগমকে একটাকাও দেয়নি। এই তথ্য সরবরাহ করেছেন আসানসোলর প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের উন্নয়ণের জন্যে জিতেন্দ্র তিওয়ারি বারবার চেয়েছেন মেয়র ও মন্ত্রী তার সাথে বসে ভাবনার আদান প্রদানের মাধ্যমে সমস্যার সমাধান করুক। কিন্তু তারপরেও সমস্যার সমাধান নেই। আসলে তারা বসবেন জেলের ভিতরে। যেদিন মুখ্যমন্ত্রী অভিষেককে মুখ্যমন্ত্রী পদে বসাবেন তার পরদিনই কয়লা পাচার ও গরু পাচার কাণ্ডে এরা গ্রেফতার হবেন বলে বলেন। তাছাড়া তিনি রানীগঞ্জের ধসের ঘটনা নিয়ে বক্তব্য রাখেন।তবে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন তারা যে সব দাবি জানিয়েছেন তা নিয়ে আগে থেকেই পৌর নিগম উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছে। আর আমাদের দলের নিয়ে না ভেবে। নিজেদের সংগঠন নিয়ে ভাবা দরকার তাদের।কারণ ওদের মধ্যেই নিজেদের মনোমালিন্য রয়েছে।
তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, কুলটি বিধায়ক অজয় পোদ্দার,পৌর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারী, বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী, জেলা বিজেপির সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ আরো অনেকে।