শিবডাঙা খোলামুখ খনিতে কয়লা কুড়োতে গিয়ে চাপা পড়ে যুবকের মৃত্যু
আমার কথা, জামুড়িয়া, ১৭ অক্টোবর:
জামুড়িয়া থানার অন্তর্গত শিবডাঙ্গা খোলামুখ কয়লাখনিতে কয়লা কুড়োতে গিয়ে ধসে চাপা পরে মৃত্যু হল যুবকের। ঘটনাস্থলে পুলিশ ও সি আই এস এফ। খবর সূত্রে জানা যায় খোলামুখ খনিতে কয়লা কুড়োতে গিয়ে ধসে পাথর চাপা পড়ে যায় ঐ যুবক। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঐ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। তবে এই ঘটনায় খনির নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে স্থানীয়রা৷ এই বিষয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন বেশি পয়সা না দিয়ে বেকার যুবকদের ৮ বছর, ১০বছর, ১২বছরের যুবকদের ১০০-১৫০টাকা হাজিরাতে কাজ করাচ্ছে। অভাবি পরিবারেরে ছেলে তাঁদের অর্থের লোভ দেখিয়ে ঠিকাদার কমপয়সায় কাজ করাচ্ছে আর যখন মারা যায় তখন ক্ষতিপূরণ না দেওয়ার জন্য কয়লা চুরি করতে গেছিলো বলে দায়িত্ব এড়িয়ে যায়৷ এইটা আমরা মানবো না যারা যারা কাজ করছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে বলে দাবি জানান তিনি। এই বিষয়ে আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বলেন গতো দিন কয়েক আগে রানীগঞ্জের নারায়ণ কুড়িতে খ্যনিতে ঘটে যাওয়া ধসের ফলে মৃতদের নিয়ে রাজনীতি করছেন মমতা ব্যানার্জী!!পচিমবঙ্গেরে মানুষকে কাজ দিতে পারছে না। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা বেকার। তিনি আরো দাবি করেন যে নারায়ন কুড়িতে এখনো মৃতদেহ আটকে রয়েছে।