দুর্গাপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক
আমার কথা, দুর্গাপুর, ২৮ অক্টোবর:
দুর্গাপুর এবিএল টাউনশিপ এলাকায় একজন মহিলাকে ধর্ষণের অভিযোগে নিউটাউনশিপ থানার পুলিশ একজন যুবককে গ্রেপ্তার করে শুক্রবার রাতে। ধৃতের নাম শম্ভু রওয়ানি। ওই যুবক কোকওভেন থানার লিলুয়াবাঁধ এলাকার বাসিন্দা। তাকে শনিবার আনুমানিক বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে নিউ টাউনশিপ থানার পুলিশ। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ওই মহিলা জাতীয় সড়কের পাশ দিয়ে যাচ্ছিলো। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক তাঁকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। মহিলা পুলিশে অভিযোগ জানায়। পুলিস নির্যাতিতাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে।