পানাগড়ে ছট পুজো করতে গিয়ে সোনার চেন খোয়ালেন ৭ জন
আমার কথা, কাঁকসা, ২০ নভেম্বর:
রেল পুলিশের কড়া নজরদারি থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটলো পানাগড় রেল স্টেশন সংলগ্ন রেল পুকুর ঘাটে।
সোমবার সকালের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পানাগড় বাজারে।
ছট পুজো করতে এসে পুরুষ ও মহিলা মিলে সাত জনের সোনার চেন চুরি যাওয়ার অভিযোগ।
পানাগড়ের বাসিন্দা সুজিত পালের অভিযোগ তিনি তার পরিবারকে সাথে নিয়ে সোমবার সকালে পানাগড় স্টেশন সংলগ্ন রেল পুকুরে ছট পুজো করতে যান। সেখানে ঢোকার পর পুজো শেষে তিনি জানতে পারেন তার মা ও স্ত্রীর গলার থেকে সোনার চেন চুরি হয়ে গেছে।
তিনি গোটা পুকুর ঘাটের চারপাশে সোনার চেন খোঁজাখুঁজি শুরু করতেই একাধিক জনের সোনার চেন চুরি হওয়ার ঘটনা সামনে আসে। এই বিষয়ে রেল পুকুরের ঘাটে মোতায়েন রেল পুলিশের কর্মীদের এবং ছট পুজো কমিটিকে জানালে তাদের পক্ষ থেকে কোনরকম সহযোগিতা পাননি বলে তার অভিযোগ।
গোটা এলাকা রেলের অধীনে থাকার থাকার কারণে রবিবার থেকে ওই এলাকায় কড়া নজরদারিতে মোতায়েন ছিল রেল পুলিশের কর্মীরা। লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা।
কড়া নজরদারি থাকা সত্ত্বেও সোমবার সকালে কিভাবে চুরির ঘটনা ঘটলো সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।