আসানসোলে সিবিআই অভিযান, আটক লালা ঘনিষ্ঠ
আমার কথা, আসানসোল, ১৪ ডিসেম্বর:
ফের বেআইনী কয়লা মামলায় সক্রিয় হল সিবিআই। বার্নপুরের পুরানোহাটে বেআইনি কয়লা কান্ডে সিবিআই অভিযান। প্রাক্তন সিআইএসএফ কনস্টেবল শ্যামল সিনহা এবং কয়লা মাফিয়া লালার ঘনিষ্ঠ স্নেহাশিষ তালুকদারের বাড়িতে অভিযান চালায় সিবিআই। শ্যামল সিনহার প্রাসাদপম বাড়িতে দীর্ঘক্ষণ ধরে সিবিআই অভিযান চালায়। পাশাপাশি তার পাশেই স্নেহাশিস তালুকদারের বাড়িতেও সিবিআই তল্লাশি চালায়। অভিযানের মাঝেই স্নেহাশিস তালুকদারকে আটক করে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি সিবিআই আধিকারিকরা। তবে যেটা জানা যাচ্ছে শ্যামল সিনহা এবং স্নেহাশিস তালুকদারের বিরুদ্ধে লালার সঙ্গে বেআইনি কয়লা পাচার মামলায় জড়িয়ে পরার অভিযোগ রয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই এই দুজনের বাড়িতে হানা দেয় এবং স্নেহাশিস তালুকদারকে আটক করে নিয়ে যায়। পাশাপাশি দুর্গাপুরেও সিবিআই অভিযান চলছে বলে জানা গিয়েছে।