ফের হাত বদল, শ্রমিক সংগঠনের বিতর্কিত দলীয় কার্যালয়ের দখল নিলো এইচ এম এস
আমার কথা, অন্ডাল, ৬ জানুয়ারি:
শ্রমিক সংগঠনের একটি কার্যালয়ের দখল নিয়ে বিতর্ক বেঁধেছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে। গতকাল শুক্রবার বিজেপির জেলা নেতা ছোটন চক্রবর্তী দাবি করেছিলেন ইসিএল এর বাকোলা এরিয়ার চনচনি কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে সম্প্রতি তারা একটি দলীয় কার্যালয় খুলেছিলেন। আগে ওই কার্যালয়টি ছিল ভগবান সিং নামে প্রাক্তন এইচএমএস সংগঠনের এক নেতার। তিনি সম্প্রতি বিজেপি দলে যোগ দেওয়ার পাশাপাশি তার নিজস্ব কার্যালয়টি বিজেপির পার্টি অফিস করার জন্য দিয়েছিলেন। কিন্তু গতকাল কার্যালয়ের সামনে বিজেপি লেখাটি মুছে দিয়ে জোড়া ফুলের ঝান্ডা লাগিয়ে সেটির দখল নেই তৃণমূল বলে দাবি করেন ছোটন বাবু। যদিও বিজেপির কার্যালয়ের দখল নেওয়ার কথা অস্বীকার করা হয়েছিল শাসকদলের পক্ষ থেকে। গতকাল রাতে বিজেপি এবং এইচ এম এস সংগঠনের পক্ষ থেকে কার্যালয়টি তাদের দাবি করে থানায় অভিযোগ দায়ের করে দু’পক্ষ। আজ শনিবার সংগঠনের ঝান্ডা লাগিয়ে কার্যালয়টির দখল নেয় এইচএমএস। সংগঠনের বাকোলা এরিয়া সম্পাদক মিন্টু ব্যানার্জি জানান ভগবান সিং আগে এইচএমএস সংগঠনের সাথে যুক্ত ছিলেন। সম্প্রতি তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তারপর তিনি যোগ দিয়েছেন বিজেপি দলে। দলবদলের পর সংগঠনের কার্যালয়টি তিনি বিজেপির হাতে তুলে দিয়েছিলেন। মিন্টু বাবু জানান কেউ ব্যক্তিগতভাবে দলবদল করতেই পারেন । তার মানে এই নয় কার্যালয়টি তিনি দখল করে নেবেন বা কাউকে উপহার দেবেন। কার্যালয়টি এইচএমএস শ্রমিক সংগঠনের ছিল। ভগবান সিং-কে নিজেদের দলে নিয়ে এইচএমএস এর কার্যালয়টি হাতিয়ে নিয়েছিল বিজেপি। আজ সেখানে বিজেপি লেখাটি মুছে এইচএমএস কার্যালয়ে লিখে সেটির দখল নিলো এইচএমএস সমর্থকেরা। আজ থেকে সেখানে আগের মত শ্রমিক সংগঠনের কাজ চলবে বলে জানান মিন্টু বাবু। ঘটনা প্রসঙ্গে এক তৃণমূল নেতা জানান বিজেপি মিথ্যাবাদী দল। গতকাল তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করেছিল তারা। এইচ এম এস সংগঠনের কার্যালয় বিজেপি দখল করেছিল। তৃণমূল কারও কার্যালয় দখল করেনি, আজকের ঘটনায় তা প্রমাণ হল বলে দাবি করেন তিনি।