অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, উখরায় মহাযজ্ঞ
আমার কথা, উখড়া, ২২ জানুয়ারি:
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সোমবার উখরাতে আয়োজিত হলো মহাযজ্ঞ ও সারাদিনব্যাপী ধার্মিক অনুষ্ঠান। এদিন মন্দির কমিটির উদ্যোগে মহাযজ্ঞের মূল অনুষ্ঠানটি হয় উখরা পান্ডে পাড়ার শিশু উদ্যান চত্বরে। সকাল বেলায় অনুষ্ঠানের সূচনা হয় কলস যাত্রা ও নগর কীর্তন এর মাধ্যমে। শুকোপুকুর থেকে পবিত্র জল আনা হয় মহাযজ্ঞ স্থলে। মহাযজ্ঞ ছাড়াও রামচরিত্র মানস পাঠ, গীতা পাঠ, কীর্তন, ভজন, নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। কমিটির পক্ষে শ্রীদীপ চক্রবর্তী (ছোটন) জানান আজ হিন্দু সনাতন ধর্মের পবিত্র দিন। ৫০০ বছরের অপেক্ষার পর আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তার জন্মস্থানে। সেই কারণেই এদিনের মহাযজ্ঞ ও ধার্মিক অনুষ্ঠান বলে জানান তিনি।