ডাকাতি করতে এসে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক নাবালক সহ তিনজন
আমার কথা, ইন্দপুর(দেবনাথ মোদক), ২৩ ফেব্রুয়ারী:
ডাকাতির আগেই বড়সড় ডাকাতির ছক বানচাল করল বাঁকুড়ার ইন্দপুর থানার পুলিশ। সেই সাথে একটি আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার তিন দুস্কৃতি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আলাউদ্দিন (২২) কাদের (২১) বছর ও অপর জন ১৭ বছর বয়সের এক কিশোর। সকলের বাড়ি ওন্দা থানার পুনিশোল গ্রামে। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে ইন্দপুরের ধরমপুর জঙ্গলে লুকিয়ে বড়সড় ডাকাতির উদ্দেশ্যে ছক কষছিলো ওই তিনজন। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার ওসি মনোরঞ্জন নাগ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। সুত্রের খবর পুলিশ একাধিক দলে ভাগ হয়ে চারিদিক থেকে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ একটি ছুরি ,একটি শাবল, একটি টর্চ লাইট ও কিছু পরিমাণ লাইলন দড়ি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ,ধৃত দুজনকে খাতড়া মহকুমা আদালতে ও একজনকে ১৮বছর বয়স না হওয়ায় বাঁকুড়া জুভেনাইল আদালতে তোলা হয়। পুলিশ ধৃত দুজন আসামির ১০দিনের রিমান্ড চাইলেও খাতড়া মহকুমা আদালতের বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।