আসানসোলে বিজেপি পুরপিতার দাদাগিরির অভিযোগে সস্ত্রীক অনশনে দলেরই কর্মী
আমার কথা, আসানসোল, ১৯ মার্চঃ
একেই লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে, আর তার মধ্যেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম অস্বস্তিতে ফেললো গেরুয়া শিবিরকে। বিজেপির এক নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এনে অপর এক বিজেপি সমর্থক স্বামী-স্ত্রী মিলে অনশনে বসলেন।
কুলটি থানার অন্তর্গত সাঁকতোড়িয়ার নুনিয়া বস্তিতে বসবাস করেন বিজেপির জেলা যুব কমিটির সদস্য পবন সিং ও তার স্ত্রী সুনীতাদেবী। তাদের অভিযোগ ৩০ জানুয়ারী রাত ২ টো নাগাদ একদল দুষ্কৃতি বুলডোজার চালিয়ে তাদের বাড়ি ভেঙ্গে দেয়, আর এই ঘটনাটি আসানসোলের ১০৪নং ওয়ার্ডের বিজেপি পুরপিতা অভিজিৎ আচার্যের নির্দেশে। কিন্তু কি কারনে সুনীতাদেবীর বাড়ি ভাঙ্গা হল? সেই বিষয়ে বিজেপির জেলা কমিতির সদস্য সুনীতাদেবীর অভিযোগ অভিজিৎ আচার্য তার স্বামী পবন সিংয়ের কাছে ২ লক্ষ টাকা তোলা চাইলে সেই টাকা দিতে অস্বীকার করেন পবন। এরপর নিজের দপ্তরে ঢেকে পবনকে মারধর করে সাথে পুলিশকে দিয়ে গ্রেফতারও করে। অভিজিৎ আচার্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুনীতা দেবী। পাশপাশি সুনীতাদেবী এত জানান ১৭ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি বাড়িটি বানিয়ে ছিলেন। তবে বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও আজও কোনো বিচার পাননি পবন সিং ও সুনীতাদেবী বলে অভিযোগ। তাই ক্ষতিপূরণ ও সুবিচারের দাবিতে সাঁকতড়িয়া ফাঁড়ির সামনে মঙ্গলবার সকাল থেকে লাগাতার অনশনে বসেন সস্ত্রীক পবন সিং। তাদের আরো অভিযোগ অনশন চলাকালীন অভিজিৎ আচার্যের অনুগামীরা তাদের অনশন প্রত্যাহারের জন্য হুমকিও দিচ্ছে।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন পুরপিতা অভিজিৎ আচার্য। তিনি বলেন, পবন সিং ও তার স্ত্রী এলাকায় অনেকের থেকে চড়া সুদে টাকা ধার করেছে। সেই টাকা শোধ দিতে পারছেন না। এর হাত থেকে বাঁচতে তাঁরা এই পন্থা অবলম্বন করেছেন।