“বাঁচতে হলে বামেদের সাথে থাকুন, নাহলে ভাগাড়ের দরজা খোলা আছে”: মীনাক্ষী
আমার কথা, দুর্গাপুর, ৩১মার্চ:
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন “যদি বাঁচতে চান তবে বামপন্থীদের সাথে থাকুন, নয়ত ভাগাড়ের দরজা খোলা আছে তৃণমূল – বিজেপি যেদিকে খুশি যান। প্রার্থীর সমর্থণে একটি সভায় যোগ দিয়ে এই কথাই বললেন ডিওয়াইএফআই এর সাধারন সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবার বিকেলে
গান্ধী মোড় ময়দানে বাম প্রার্থীর সমর্থনে একটি সভার আয়োজন করা হয়, সেখানে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের বাম নেতৃবৃন্দ। ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন “আমাদের এটি প্রথম সভা নয়, আমরা বামেরা ৩৬৫ দিনই মানুষের পাশে থাকি।” ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরত দেওয়া সম্বন্ধে প্রধানমন্ত্রীর প্রতিস্রুতি নিয়ে তিনি বলেন “এই পদে থেকে এইধরনের কথা বলা যায় না, বিশেষ করে নির্বাচনের সময়, আর এর বিরুদ্ধে তাঁরা জনগণের কাছেই বিচার চাইবেন।”
তৃণমূল ও বিজেপি প্রার্থীর পরস্পরকে ব্যাক্তিগত আক্রমণ করা নিয়ে মীনাক্ষী কটাক্ষ করে বলেন “ওনারা উন্নয়নের কাজ তো কিছু করেন নি তাই এইসবই করবেন।” গান্ধী মোড়ে সিপিএমের নির্বাচনী জনসভায় মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও যোগ দেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী সুকৃতি ঘোষাল, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার, দুর্গাপুরের প্রবীন বামনেতা বিনয় চক্রবর্তী,প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী,প্রাক্তন মেয়র রথীন রায় সহ কয়েকশো বাম কর্মী সমর্থক। বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন, রাষ্ট্রায়াত্ত কলকারখানা বাঁচানোর লড়াই, গরিব মানুষের কর্মসংস্থানের লড়াই, কৃষক খেত মজুদদের পাশে থাকার লড়াই। তিনি মানুষের পাশে থাকবেন প্রতি মুহূর্তে। কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী বলেন,”তাঁদের লড়াই শিল্পাঞ্চল বাঁচানোর লড়াই। শিল্পাঞ্চলের মানুষদের অধিকার রক্ষার লড়াই।”আর মীনাক্ষী মুখার্জী কেন্দ্রকে আক্রমণ করে বলেন,”ভোটের আগে কি কলকারখানা শ্রমিক মজুদদের কথা বলছে তৃণমূল বিজেপি। এই প্রশ্ন তুলে বলেন, এই কথা যদি ওরা না বলে তাহলে ওদের বয়কট করুন
প্রসঙ্গত: শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে বামপ্রার্থী সুকৃতি ঘোষালের প্রচার অভিযান শুরু হয় দুর্গাপুরে।