দুর্গাপুরে ফের চায়ে পে চর্চায় ‘বিষম’ খেলেন দিলীপ, সামনে তৃণমূল
আমার কথা, দুর্গাপুর, ৮ এপ্রিলঃ
সাত সকালেই তেতে উঠল শহর দুর্গাপুর। প্রাতঃভ্রমনে বেরিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শোনেন “গো ব্যাক” শ্লোগানও।
সোমবার সকালে এমএএমসি এলাকায় প্রাতঃভ্রমনে বের হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি ফুলঝোড় মোড়ে এসে একটি চায়ের দোকানে বসেন ও চায়ে পে চর্চা কর্মসূচীতে যোগ দেন। সাথে ছিলেন, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও বিজেপি কর্মীরা। সেখানেই ছন্দপতন ঘটে। হঠাৎই কয়েকজন মহিলা সেখানে উপস্থিত হন। তাঁরা “জয় বাংলা” ধ্বনি দেওয়ার সাথে সাথে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে “গো ব্যাক” শ্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরাও পাল্টা “পিসি-ভাইপো চোর, তৃণমূল চোর” শ্লোগান দিতে শুরু করে। এরপরেই উত্তেজনা চরম আকার নেয়। মুহূর্তের মধ্যে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে আসে নিউটাউনশিপ থানা ও দুর্গাপুর থানার পুলিশ। তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাঁরা দিলীপ ঘোষের কাছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলতে এসেছিলেন। কিন্তু প্রার্থী তাদের কথা শোনেননি। উপরন্তু তাদের অসম্মান করা হয়েছে।
মহিলাদের এই অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তাই কয়েকজন মহিলা এসেছিল ঝামেলা করতে।