ভোটের প্রাক্কালে অন্ডালে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
আমার কথা, অন্ডাল, ৮ এপ্রিলঃ
লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো অন্ডাল এলাকা থেকে। সূত্র মারফত খবর পেয়ে রবিবার রাতে অন্ডালের ট্রাফিক কলোনির কুয়া গলি এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে রাকেশ কুমার শর্মা নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার কারণে রাকেশ কুমার শর্মাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতকে আজ সোমবার পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। বেআইনি আগ্নেয়াস্ত্রের উৎস ও ধৃতের উদ্দেশ্য জানার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আর সেজন্য ধৃতকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর ।
উল্লেখ্য এর আগে গত ১৫-ই মার্চ হরিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে নন্দদুলাল সাউ নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। নির্বাচনের প্রাক্কালে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।