সাত সকালে দুর্গাপুরে জনসংযোগে লাঠি হাতে দেখা গেল বিজেপি প্রার্থীকে, কেন?
আমার কথা, দুর্গাপুর, ৯ এপ্রিলঃ
রোজের মতো আজও তিনি প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন। কিন্তু এদিন তাঁর ভ্রমণ সঙ্গী হয়েছিল একটি ডান্ডা। অবাঞ্ছিত লোকজনদের নাকি ঠান্ডা করতেই এই ডান্ডার অবলম্বন নিয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সর্বপরি বিতর্কিত প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর মেজোর পার্কে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন। তাঁর হাতে দেখা যায় একটি লাল রঙের ডান্ডা। সেই প্রসঙ্গেঃ প্রার্থী বলেন, “এক বন্ধু আমাকে পরামর্শ দিয়েছেন, চলার পথে অনেক অবাঞ্ছিত লোকজন সামনে চলে আসছে। তাই এই লাঠি হাতে নিয়ে বেরোতে।”
কিন্তু আইন নিজের হাতে তুলে নিলেন না কি প্রার্থী? সেই প্রসঙ্গে তিনি বলেন, “আইনকে আমরা মানি, আইন আমরা হাতে তুলে নিই না। যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা।”
বিজেপি প্রার্থীর প্রাতঃভ্রমণে হাতে লাঠি, এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “এই বাংলার মহিলারা লক্ষ্মীভান্ডার নিয়ে সমৃদ্ধ হয়েছে। অন্যান্য রাজ্যের মহিলারা এসব থেকে বঞ্চিত। এছাড়াও এই রাজ্যের মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার। তারই প্রতিবাদ কাল করেছিলেন মহিলারা। দিলীপবাবু ভয় পেয়ে গেছেন, তাই ডান্ডার আশ্রয় নিয়েছেন। তবে উনি তো লাঠি হাতে বেরিয়েছেন। অন্যান্য রাজ্যে গিয়ে দেখুন বিজেপির লোকজন বন্দুক হাতে ঘুরে বেড়ায়। আইনশৃঙ্খলার দিক থেকে বাংলা ভারতের মধ্যে শ্রেষ্ঠ। তাই এভাবে আইনশৃংখলা ভেঙ্গে দেওয়ার চেষ্টা করছেন দিলীপবাবুরা।”
প্রসঙ্গতঃ সোমবার ফুলঝোড়ে চায়ে পে চর্চা কর্মসূচীতে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। শুনতে হয় “গো ব্যাক” শ্লোগানও। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরেই আজ লাঠি হাতে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা যায় দিলীপ ঘোষকে।