গরম পড়তেই পানীয় জলের সমস্যা, বিক্ষোভ স্থানীয়দের
আমার কথা, পান্ডবেশ্বর,১১ এপ্রিল:
পাইপ লাইন সংস্কার ও পানীয় জল সরবরাহের দাবিতে বৃহস্পতিবার কুমারডিহি এ কোলিয়ারি এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় রুইদাস পাড়ার বাসিন্দাদের একাংশ । সকাল আটটা থেকে বিক্ষোভ চলে বেলা ১০ টা পর্যন্ত । বিক্ষোভ চলাকালীন অফিসের ভিতরে ঢুকতে আধিকারিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । বিক্ষোভকারীদের পক্ষে বন্যা রুইদাস, উত্তম বাউরীরা জানান এলাকার অন্যান্য জায়গার মতো তাদের পাড়াতেও কোলিয়ারির পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয় । প্রায় দিনই পাইপ ফেটে ঘটে বিপত্তি । ব্যহত হয় জল সরবরাহ । পাড়াতে বসবাস করে প্রায় হাজার পরিবার । জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়েছে তারা । পাইপ লাইন দ্রুত সংস্কার ও পানীয় জল সরবরাহের দাবিতেই এদিনের বিক্ষোভ বলে জানান তারা । বেলা দশটা নাগাদ কোলিয়ারির আধিকারিকরা সমস্যার সমাধানের আশ্বাস দিলে উঠে বিক্ষোভ ।