‘বিজেপি একটি জুমলা দল, মিথ্যেবাদীর দল’, লাউদোহা জনসভায় মোদিকে বিঁধলেন শত্রুঘ্ন
আমার কথা, লাউদোহা, ১৫ এপ্রিলঃ
বিশ্বের সবচেয়ে বড় জুমলা দল বিজেপি। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দৈনন্দিনের সমস্যা থেকে নজর ঘোড়াতে মন্দির, মসজিদ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার লাউদোহাতে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকের গৌরবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে তৃণমূলের নির্বাচনী জনসভা হয়। জনসভাতে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরা। বক্তৃতায় শত্রুঘ্ন সিনহা বিজেপি দলকে জুমলা দল বলে কটাক্ষ করেন। বলেন বিজেপি একটি মিথ্যাবাদী দল। প্রথমবার ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন প্রত্যেকের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। বছরের ২ কোটি বেকারের চাকরি হবে। এই সকল প্রতিশ্রুতির কোনটাই নরেন্দ্র মোদী পূরণ করেননি। বলেছিলেন পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৪০ থেকে ৬০ টাকায় নামিয়ে আনবেন। বর্তমানে জ্বালানির দাম ১০০ টাকা পেরিয়ে গেছে। বলেছিলেন কৃষকদের রোজগার বছরে দ্বিগুণ হবে। বিজেপির আমলে কৃষকদের অবস্থা এতটাই করুন হয়েছে যে কৃষকরা দেশব্যাপী লাগাতার আন্দোলনে নেমেছেন। রাস্তায় বসে রয়েছেন । বলেন নরেন্দ্র মোদির ভুল নীতির ফলে ভারতবর্ষের মানুষের সমস্যা বেড়েছে। পরিকল্পনা ছাড়াই নোটবন্দি জিএসটি কার্যকর করাই ধ্বংস হয়েছে ছোট শিল্প, বেড়েছে বেকারের সংখ্যা।
দুর্নীতি নিয়ে শত্রুঘ্ন সিনহা আক্রমণ করেন নরেন্দ্র মোদিকে। বলেন মোদী বারবার বলেন তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। এজেন্সিকে ব্যবহার করে দুর্নীতির অভিযোগ এনে দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে রাখা হয়েছে। বিরোধীরা যাতে ভোটে লড়তে না পারে সেজন্য বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে । পাশাপাশি তিনি বলেন দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি । ইলেকট্রন বন্ড দুর্নীতি তার সবচেয়ে বড় উদাহরণ। বলেন দেশের মূল সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে মোদি মন্দির মসজিদ করছেন।