বিজেপির পর এবার তৃণমূলের বিদায়ী সাংসদের নামে ‘নিখোঁজ পোস্টার’
আমার কথা, অন্ডাল, ১৬ এপ্রিলঃ
তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে পড়লো নিখোঁজ পোস্টার। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বিজেপির অভিযোগ সাংসদকে এলাকায় দেখা যায় না। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের।
আসানসোল কেন্দ্রের বিদায়ী তৃণমূল সংসদ শত্রুঘ্ন সিনহার নামে পরলো নিখোঁজ পোস্টার। মঙ্গলবার সকালে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের অন্ডাল গ্রাম, দিকনালা, অন্ডাল মোড়, ভাদুর গ্রাম সহ বিভিন্ন এলাকার দেওয়ালে এই পোস্টার দেখা যায়। সাদা কাগজের উপর কালো কালি দিয়ে ছাপা এই পোস্টারের নিচে প্রেরক হিসেবে লেখা আছে অন্ডাল গ্রাম বিজেপির নাম।
উল্লেখ্য ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকে অধিকাংশ সময় বিদায়ী সংসদ শত্রুঘ্ন সিনহা নিজের কেন্দ্রে রয়েছেন। দলীয় কর্মীসভা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও হাজিরও থাকছেন তিনি। গতকাল সোমবার প্রথম নির্বাচনী জনসভায় তিনি উপস্থিত ছিলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রামে। সেই সভা মঞ্চ থেকে তিনি জানান প্রয়োজনীয় কাজে আজ মঙ্গলবার দিল্লি যাব।দু’দিনের মধ্যেই ফের ফিরে আসবো বলে জানান তিনি। পরদিনই আজ মঙ্গলবার তার নামে ‘নিখোঁজ সাংসদ’ লেখা পোস্টার পড়া নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির কিষান মোর্চার জেলা সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায় বলেন উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা জিতে সাংসদ হন। কিন্তু আড়াই বছরে সাংসদ কে নিজের কেন্দ্রে বিশেষ করে অন্ডাল ব্লকে কখনো দেখা যায়নি। এবারও তৃণমূল তাকেই প্রার্থী করেছে । তিনি জয়লাভ করলে মানুষের কোন লাভ হবে না । তাই ভোটারদের সতর্ক করতেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে জানান রবীন্দ্রনাথ বাবু।
অন্যদিকে বিজেপির সাংসদ নিখোঁজ অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করা হয় শাসক দল তৃণমূলের পক্ষ থেকে। দলের ব্লক সভাপতি কালোবরণ মন্ডল জানান শত্রুঘ্ন সিনহার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি দাবি করেন আড়াই বছরে অন্তত ২৫/৩০ বার সাংসদ অন্ডাল ব্লকের বিভিন্ন এলাকায় এসেছেন। সরকারি অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠান ছাড়াও সাংসদ বিভিন্ন সামাজিক কাজে ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। এবারও শত্রুঘ্ন সিনহা জিতবেন, বিজেপির সামনে কোন ইস্যু নেই। বিজেপি কর্মীরা দিশাহারা,তাই হতাশার কারণেই এরকম অপপ্রচার করছে বলে দাবি করেন কালোবরণ বাবু।