“যে জেল চাইবেন সেই জেলই পাবেন”-ফের মুখ্যমন্ত্রীকে আক্রমন দিলীপের
আমার কথা, দুর্গাপুর, ১৭ এপ্রিল:
তিনি যেন দমবার পাত্র নয়। আসন্ন লোকসভা নির্বাচনে নিজের পিচে খেলার সুযোগ পাননি দিলীপ ঘোষ। কিন্তু তার ফর্ম যেন কোন ভাবেই হারাচ্ছে না। একের পর এক কটাক্ষ করছে। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে তারপরেও তার মুখ বন্ধ হয় না। রীতিমতো নিজের কুমন্তব্যের রেকর্ড নিজেই বারবার ভাঙছেন তিনি।
আবারো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব মন্তব্য করতে শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। রাজ্যে বিশেষত বিজেপি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ইডি, সিবিআইয়ের অতি সক্রিয়তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমার কাছে বাড়িও যা, জেলও তাই। জেলে গেলে একটু বিশ্রাম পাবো। এবার ফের দিলীপ মুখ্যমন্ত্রীর মন্তব্যকে নিশানা করে বলেন, ‘ওনার লোকজন জেলে গেছে। এবার নিজের নাম বলছেন। যে জেল চাইবেন সেই জেলই পাবেন। সে সেন্ট্রাল জেল হোক বা আলিপুর জেল হোক। ভালো জেল চাইলে দিল্লির জেলও পেতে পারেন। কেজরিওয়ালের সাথেই থাকবেন। সব সুবিধাই পাবেন সেখানে”।
বিজেপি প্রার্থীর এরূপ কু-মন্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে যে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। সুতরাং বিরোধীদের তিনি ভরবেন এটাই স্বাভাবিক। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে তা দেখা গিয়েছে। বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে যারা সাফ হচ্ছেন তাদের কিছু হচ্ছে না। তার উদারহণ শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মাদের মতোও নেতারা। দিলীপবাবু আগে নিজেদের দিকে দেখুন। তারপর অন্যদের সম্পর্কে মন্তব্য করবেন। এই কথা বিজেপি নেতাদের মুখে মানায় না।’
প্রসঙ্গত: প্রসঙ্গত, বুধবার দুর্গাপুরের সগড়ভাঙ্গায় প্রাত:ভ্রমণে যান দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপি প্রার্থী।