দিলীপের পর গুরুদুয়ারায় কীর্তি, শিখদের সমর্থণ কি নিয়ে যাবেন তৃণমূল প্রার্থী?
আমার কথা, দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ
গেলেন দেখলেন আর মন জয় করলেন শিখ সম্প্রদায়ের মানুষদের। একদিকে বাংলা নববর্ষ আর অপরদিকে, সদ্য আগের দিন ছিল শিখ সম্প্রদায়ের নতুন বছর “বৈশাখী’। দুইয়ে মিলিয়ে এমনিতেই বেশ আনন্দে ছিলেন দুর্গাপুরের শিখেরা। তাদের সেই আনন্দে সামিল হতে দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারা জগৎ সুধারে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রাথী কীর্তি আজাদ। এদিন দুপুরের দিকে তিনি গুরুদুয়ারে যান। সেখানে গিয়ে প্রার্থনাতে অংশ নেন, প্রসাদ খান, লঙরেও অংশ নেন। কথা বলেন গুরুদুয়ারার সদস্যদের সাথে। গুরুদুয়ারা জগৎ সুধারের সভাপতি তেজিন্দর সিং বলের সাথেও প্রার্থী কথা বলেন।
প্রসঙ্গতঃ ‘বৈশাখী’ অনুষ্ঠানের দিন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বেনাচিতিত্র গুরুদুয়ারা গিয়েছিলেন, জনসংযোগ ও শিখ সম্প্রদায়ের কাছে ভোট প্রার্থনা করতে। কিন্তু আইপিএস অফিসারকে খালিস্থানি মন্তব্যের কারণে প্রার্থীর ডাকে সাড়া দিলেন না শিখরা। ক্ষমা না চাইলে সাড়া নয় সাফ জানান বেনাচিতি গুরুদুয়ারা জগৎ সুধারের সভাপতি তেজিন্দর সিং বল। ফলে সেদিন খালি হাতেই ফিরতে হয়েছিল বিজেপি প্রার্থীকে। কিন্তু ঠিক তার পরের দিনই সেই গুরুদুয়ারাতেই গিয়েছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তাকে সাদরে অভর্থণাও জানানো হয় গুরুদুয়ারা কমিটির পক্ষ থেকে। এখন দেখার বিষয় ভোটে কাদের পাল্লা ভারী হয়, দুর্গাপুরের শিখ সম্প্রদায়ের মানুষদের সমর্থণ পান কোন প্রার্থী।