ভাড়াটে খুনি লাগিয়ে মালিককে খুন, কিন্তু কেন? চিনাকুড়ির ব্যবসায়ী খুনের পর্দা ফাঁস
আমার কথা, আসানসোল, ২৪ এপ্রিলঃ
চিনাকুড়িতে বেসরকারী মাইক্রো ফিনান্স কোম্পানির কর্ণধারকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল দুজনকে। ধৃতরা হল দীপ বাউড়ি ও শিবনাথ রজক। এদের মধ্যে শিবনাথ রজক চিনাকুড়িরই বাসিন্দা, ও অপরজন দীপ বাউড়ি কুলটির বাসিন্দা। সোমবার রাতে এই অভিযুক্ত দুজনকে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিস গ্রেফতার করেছে।
আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসিপি(পশ্চিম) আশীষ মৌর্য জানান, চিনাকুরির বাসিন্দা মাইক্রো ফিনান্স কোম্পানির মালিক উমাশংকর চৌহানকে তাঁর নিজের অফিসেই গুলি করে খুন করে এক দুষ্কৃতি। সেই সময় উমাশংকরের সাথে তাঁর অফিসেই উপস্থিত ছিলেন ওই কোম্পানীরই কর্মী মূল অভিযুক্ত শিবনাথ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে পুলিস। তাতেই পুলিস দীপের নাম জানতে পারে। দীপ ছিল সেই দুষ্কৃতি যে অফিসে ঢুকে উমাশংকরকে গুলি করে। এরপর দীপকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় উমাশংকরের অফিসের আরো দু একজন কর্মী জরিত থাকতে পারে বলেও পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, উমাশংকর সুদের বিনিময়ে দশ হাজার টাকা করে ঋণ দিতেন। সেই ঋণের টাকা আদায়ের কাজ করতেন শিবনাথ। কিন্তু সেই আদায়ের টাকার বেশটাই নিজের কাছে রেখে দিতেন শিবনাথ। এভাবে প্রায় কয়েক লক্ষ টাকা গায়েব করে দিয়েছিলেন শিবনাথ। উমাশংকর সেই টাকা শিবনাথকে ফেরত দিতে বলেন। তারপরেই উমাশংকরকে খুনের ছক কষেন শিবনাথ। দীপকে এক লক্ষ টাকার বিনিময়ে উমাশংকরকে খুনের সুপারি দেন শিবনাথ বলে অভিযোগ। ১৫এপ্রিল খুন হন উমাশংকর, আর তার একদিন আগেই তিনি চেন্নাই থেকে চিনাকুড়িতে নিজের বাড়িতে ফেরেন
বুধবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক দুনজকে পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ধৃত দুজনকে জেরা করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে যে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা।