ঠাকুরবাড়ি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নম:শূদ্র ও উদবাস্তু সেলের চেয়ারম্যান
আমার কথা, দুর্গাপুর, ১০ মে:
“গোঁসাই, পাগলরা ঠাকুরবাড়ির নাম শুনলেই ক্ষেপে যায়। আমিও এক সময় ওদের সাথে জড়িত ছিলাম। কিন্তু ওরা মানুষের জন্য কিছু করেনি। প্রথম রঞ্জন ঠাকুর ছিলেন ওদের সাংসদ। শান্তনু ঠাকুর মন্ত্রী, মমতা বালা ঠাকুর সাংসদ, সুব্রত ঠাকুর বিধায়ক। এরা সবাই রাজবাড়িতে থাকে নিজের মতো করে। আর সমাজের মানুষ থাকে মাঠে ঘাটে৷ এরা একটি মানুষের বিপদেও এরা পাশে দাঁড়ায় না। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে তৃণমূল নমঃশূদ্ধ ও উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার এভাবেই ক্ষোভ উগরে দিলেন ঠাকুরবাড়ির বিরুদ্ধে। এদিনের সভা থেকে নমঃশূদ্ধ ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি করা হয় মৈনাক সাহা রায়কে, জেলার চেয়ারম্যান করা হয় বৃন্দাবন দাস এবং জেলা সম্পাদক করা হয় অশোক রায়কে।