দুর্গাপুরে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ, রহস্য মৃত্যু, খুনের আশঙ্কা প্রতিবেশীদের
আমার কথা, দুর্গাপুর, ১১ মেঃ
এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল দুর্গাপুরের ধুনরাপ্লট সংলগ্ন সত্যজিৎ পল্লী থেকে। মৃতার নাম গোলাবী দেবী(৭৫)। বৃদ্ধাকে তাঁর পরিবারের সদস্যরা খুন করেছে বলে দাবি করছেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বৃদ্ধা গোলাবী দেবী বাড়িতে তাঁর ছেলে রাজেন্দ্র কুমার সাউ, বৌমা উমাদেবী সাউ ও নাতির সাথে বসবাস করতেন। প্রতিবেশী রঞ্জিত সাউ জানান, “বৃদ্ধার ছেলে কাজে গিয়েছিলেন। নাতিও কাজে ছিল। বাড়িতে বৌমা এবং গোলাবী দেবী ছিলেন। বৃদ্ধার ছেলে বাড়ি ফিরে এসে তাদের খবর দেয়। তাঁরা বাড়িতে গিয়ে দেখেন বাথরুমে উপুড় হয়ে পড়ে আছেন গোলাবী দেবী। কাপড়ে, ব্লাউজে রক্ত লেগেছিল বাড়ির মেঝেতেও পড়েছিল রক্ত। সেই রক্ত মোছা হয়েছে বোঝাও যাচ্ছিল। রক্তের গন্ধও পাচ্ছিলেন যেন তাঁরা। তারপরেই তাঁরা পুলিশকে খবর দেন।”
পাশের বাড়ির বাসিন্দা নয়না দত্ত জানান, “প্রায় দিন অশান্তি লেগেই থাকতো। বাড়ির ভেতর থেকে চাচীর কান্নার আওয়াজও আসতো। এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। বাথরুমে পড়ে মৃত্যু হলে এত রক্ত পড়ে থাকতে পারে না। খুন করা হয়েছে বলেও আমাদের আশঙ্কা।”
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সত্যিই এটি খুন নাকি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।