কাঁকসায় ধৃত এক দুষ্কৃতি, নেপথ্যে আদিবাসীদের উপর হামলা নাকি অন্য কোনো অপরাধ? তদন্তে পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮জুলাইঃ
কাঁকসা গোপালপুর পঞ্চায়েতে আদিবাসীরা ডেপুটেশন দিতে গেলে সেখানে পঞ্চায়েত কর্মীদের সাথে আদিবাসীদের সংঘর্ষ বাঁধে এবং রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়। আদিবাসীরা সোমবার রাতে থানায় পঞ্চায়েত কর্মীদের নামে অভিযোগ জানিয়ে রাত্রি সাড়ে বারোটার নাগাদ বাড়ি ফেরার পথে কাঁকসায় ২নম্বর জাতীয় সড়ক বিরুডিয়া এলাকায় তাদের গাড়ি আটকে আদিবাসীদের মারধোর করে চার পাঁচজন জন দুষ্কৃতি বলে অভিযোগ। সেই সময় আদিবাসীদের মারধরের খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। এরপর পুলিশের ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। আদিবাসীদের অভিযোগ গোপালপুর পঞ্চায়েতের ঘটনায় সাথে এরা জড়িত। কাঁকসা থানার পুলিশ এক জন ব্যক্তিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে যার নাম সরফরাজ খান। কাঁকসার পাঠান পাড়ার বাসিন্দা এই সরফরাজ। এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই ব্যক্তি এবং কয়েক জন সেই রাতে ওই ঘটনার সাথে জড়িত ছিল। তবে এরা আদিবাসীদের ওপর হামলার উদ্দেশ্যে না অন্য কোন উদ্দেশ্য নিয়ে হামলা চালিয়েছিল তারই তদন্তে কাঁকসা থানার পুলিশ। কারন অনেকদিন ধরে দুই নম্বর জাতীয় সড়কের ওই স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। বুধবার ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।