ডিভিসি মোড়ে এডিডিএ এর উচ্ছেদ অভিযান
আমার কথা, দুর্গাপুর, ২২ জুলাই:
সিটি সেন্টারের পর এবার এম এ এম সি টাউনশিপে উচ্ছেদ অভিযান চালালো আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদ। এম এ এম স্যার ডিভিসি মোড়ে ইতিমধ্যেই এডিডিএ এর দখল করা জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল ওই সংস্থার পক্ষ থেকে। সেই নোটিশের পর অনেকেই সেই জায়গা ছেড়ে দিলেও বেশ কিছুজন জায়গা ছেড়ে দেয়নি, তাদের সেই জায়গা থেকে সরাতেই এদিনের এই অভিযান। এদিন বেলা ১২.৩০ নাগাদ ওই এলাকা অবৈধ দোকানগুলি বুলডোজার চালিয়ে ভেঙ্গে দেয় এডিডিএ।
প্রসঙ্গত: আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার পাওয়ার পরেই শহরকে দখলমুক্ত করার কথা ঘোষণা করেন কবি দত্ত। সেই। মতো জায়গাগুলি চিহ্নিত করে প্রথমে নোটিস পরে দখলদারদের উচ্ছেদ করার কাজ শুরু হয়। উচ্ছেদ অভিযান শুরু হয় সিটিসেন্টার দিয়ে। তারপর আজ এম এ এম সি এর ডিভিসি মোড়ে চলে এই অভিযান।