খবরের জের, গ্রেফতার দালাল চক্রের পান্ডা ‘চিকুদা”
আমার কথা, আসানসোল, ১২ আগস্ট:
অবশেষে খবরের জের গ্রেফতার দালাল চক্রের পান্ডা চিকুদা। চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এই জয়ন্ত অধিকারী ওরফে চিকুদাকে গ্রেফতার করে সোমবার আসানসোল আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে পুলিসি হেফাজতে নেওয়া হবে বলে জানা যায়। কুলটি থানার অন্তর্গত চলবলপুরের বাসিন্দা এই চিকুদাকে ওই এলাকা থেকেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত: আলুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভিন রাজ্যে আলু রপ্তানীতে নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই নির্দেশ মেনে এই বাংলা থেকে কোনো আলু যাতে বাইরে না যায় তার জন্য বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুরড়ি চেকপোস্টে আলু বোঝাই লরিগুলিকে পুলিশ আটকে দিচ্ছে। সমস্ত লরিকে পুনরায় ফেরত পাঠানো হচ্ছে। বিপাকে পড়েছেন অনেক চালক। তাদের মধ্যে অনেকেই আবার আলু বোঝাই লরি নিয়ে ওই চেকপোস্টেই অপেক্ষা করছে অনুমতির জন্য। এদিকে এই পরিস্থিতির সুযোগ নিয়ে ওই এলাকায় সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। আর চক্রে নাম উঠে আসে এই চিকুদার। লরি চালকরা জানান ৫০০ টাকার বিনিময়ে এই চিকুদা একটি টোকেন দিচ্ছে যাতে লেখা রয়েছে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট(চিকুদা) চিরকুন্ডা বর্ডার(আসানসোল)। এর পর ট্রাকের নাম্বার ও ৫০০ টাকা সহ তারিখ উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে “আমার কথা” সংবাদ মাধ্যমে খবর করা হয়। নড়ে বসে প্রশাসন। এরপরেই নিজেরই এলাকা থেকে জয়ন্ত ওরফে চিকুদাকে গ্রেফতার করে পুলিশ।
ডুবুরডি চেকপোস্টে আটকে থাকা ট্রাক চালকরা জানান, আলু বোঝাই ট্রাকের বিল পেপারের পরিবর্তে অন্য নকল বিল পেপার দিয়ে সীমানা পেরিয়ে ঝাড়খন্ডে চলে যাচ্ছে। প্রশাসনের একাংশের মদতেই হচ্ছে এই কান্ড বলে অভিযোগ করছেন বিরোধী রাজনৈতিক দলগুলি।