প্রেমে টানাপোড়েন? আত্মঘাতী কিশোরী
আমার কথা, অন্ডাল, ১৩ আগস্ট:
বাড়ি থেকে উদ্ধার হল ১৬ বছর বয়সী কিশোরীর মৃতদেহ। গলায় ওড়না জড়ানো অবস্থায় ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। প্রনয়ঘটিত কারণেই আত্মহত্যা বলে অনুমান পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার রাত্রি ৭-টা, সাড়ে সাতটা নাগাদ অন্ডাল থানার মধুসূদনপুর কোলিয়ারি এলাকায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় খুশি কুমারী নুনিয়া (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ। স্থানীয় খাসকাজোড়া হিন্দি হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রী ছিল খুশি। গলায় ওড়না জড়ানো অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার হয়। মৃত কিশোরীর মা মুসকান নুনিয়া জানান গতকাল স্কুল থেকে ফিরে আসার পর খুশি স্থানীয় এক যুবকের বাড়িতে যায়। ওই যুবকের সাথে খুশির প্রেমের সম্পর্ক ছিল। সেখান থেকে বাড়ি ফিরে এসে গলায় ওড়না জড়িয়ে খুশি আত্মহত্যা করে। ওই যুবকের মা খুশিকে আপত্তিজনক কথাবার্তা বলার কারণেই মেয়ে অপমানে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তার মা মুসকান দেবী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে আসে থানাতে। আজ মঙ্গলবার দেহটির ময়না তদন্ত হবে। ময়নাতান্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানাই থানার এক আধিকারিক।