আম্মার ইচ্ছে পূরণে দুর্গাপুরে দুঃস্থদের বস্ত্রদান
আমার কথা, দুর্গাপুর, ৭ অক্টোবরঃ
সুদূর দক্ষিণের আম্মার ইচ্ছে ছিল আর তা পূরণ হল দুর্গাপুরে। সেপ্টেম্বর মাসে অমৃতময়ী মা আম্মার জন্মদিন ছিল। নানা সামাজিক কর্মসূচীর মধ্যে দিয়ে আম্মার জন্মদিন পালন করা হয়। সেই সময়ই দুর্গাপুরে ভারপ্রাপ্ত রাম সেবকবাবুর কাছে ইচ্ছে প্রকাশ করেছিলেন দুর্গাপুরে ২নং ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি আর তাঁর সেই ইচ্ছেকে প্রাধান্য দিলেন রামসেবক বাবু। চতুরঙ্গের পুজা মন্ডপ প্রাঙ্গণে রবিবার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন করা হল দুর্গাপুজার আবহে। ২১, ২২, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত পলাশডিহা, ফরিদপুর, ৫৪ফুট, পিয়ালাগ্রামের প্রায় ২০০ জন দুঃস্থ মহিলাকে শাড়ি উপহার দেওয়া হল এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃতময়ী মা আম্মার কর্মকান্ডের দুর্গাপুরের ভারপ্রাপ্ত রামসেবক সাউ, বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী রামকৃষ্ণ চ্যাটার্জি, ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখার্জি সহ চতুরঙ্গ পুজো কমিটির কর্তাব্যাক্তিরা।
রামসেবক সাউ বলেন, আম্মার ৭৫তম জন্মবার্ষিকী চলছে। আম্মা বলেন মানুষ পাথরের মূর্তিকে ভগবান রূপে পুজো করে। কিন্তু ভগবান রয়েছে সাধারন মানুষের মধ্যে। তাই মানুষকে অন্নদান বস্ত্রদান করা উচিত। আম্মার সেই নির্দেশ পালন করতেই আজকের উদ্যোগ।
মা দুর্গার পুজোর আবহে সাধারন মানুষের হাতে কিছু উপহার তুলে দিতেই আজকের এই প্রয়াস। প্রান্তিক মানুষদের সাহায্যের জন্যই এই উদ্যোগ। আমি অনুরোধ করেছিলাম রামসেবকবাবুকে। তিনি আমার অনুরোধ রাখেন আর তারপরেই আজকের এই উদ্যোগ।