কলা উৎসবে জেলাস্তরে প্রথম দুর্গাপুরের অনামিকা
আমার কথা, দুর্গাপুর, ৭ অক্টোবরঃ
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সম্প্রতি রাজ্যভিত্তিক জেলাস্তরে হয়ে গেল কলা উৎসব আর এই উৎসবে যোগ দিয়ে প্রথম স্থান অধিকার করলেন দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অনামিকা ঘোষ। ৪ অক্টোবর পশ্চিম বর্ধমানের আসানসোলের ধাদকায় এই কলা অন্যান্য জেলার পাশাপাশি এই জেলাতেও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক কলা উৎসবের আয়োজন করা হয়েছিল। ১৫০ জন পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় যার মধ্যে অনামিকাও ছিল। ত্রি ডায়মেনশন ভিস্যুয়াল আর্ট বিভাগে অংশ নেন অনামিকা আর প্রথম স্থান অধিকার করেন। জেলাস্তরে যে সকল প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে তাঁদের নিয়ে এরপর রজ্যস্তরে প্রতিযোগিতার আয়োজন করা হবে।
অনামিকার পরিবারে রয়েছেন তাঁর বাবা, মা ও এক বোন। বাবা পেশায় মেকানিক ও মা গৃহকর্ত্রী। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক ছিল অনামিকার। যত বড় হতে থাকে ততই আঁকার প্রতি ভালবাসা বাড়তে থাকে তাঁর। প্রথমে নিজে নিজেই আঁকতে থাকেন তিনি। এরপর এক শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন। নানা প্রতিযোগিতায় অংশ নিতেন ও পুরষ্কার ভরতেন নিজের ঝুলিতে। বাড়িতে একদিকে যেমন বাবা মায়ের অনুপ্রেরণা তেমনই স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসুর উৎসাহ তাঁকে এগিয়ে যেতে আরো সাহায্য করে।
অনামিকা জানান, আঁকা আমার নেশা। আমি এটি ভালবাসি। আগামীদিনে পড়াশুনার পাশাপাশি অঙ্কন নিয়ে আমি কিছু করতে চাই।