দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
আমার কথা, দুর্গাপুর, ২১ নভেম্বরঃ
হাসপাতাল থেকে এক রোগীর নিখোঁজ হওয়ার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। হাসপাতালের নিরাপত্তা নিয়ে ক্ষোভ রোগীর আত্মীয়দের। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনা। নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
১৭- ই নভেম্বর নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুর দিদির বাড়ি আসেন নেপালের বাসিন্দা শের ওম বাহাদুর (৪০) নামে এক ব্যক্তি। পরের দিনই অসুস্থ বোধ করাই তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দ্রুত সেড়ে ওঠায় ১৯ তারিখ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন তিনি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান। হাসপাতালে দেখাশুনার জন্য শের ওম বাহাদুরের সাথে ছিলেন তার জামাইবাবু রাম শ্রেষ্ঠা। রাম বাবু জানান ১৯ তারিখ বিকেলে কিছুক্ষণের জন্য তিনি হাসপাতাল থেকে বাইরে যান। ফিরে গিয়ে দেখেন নির্দিষ্ট বেডে শের বাহাদুর নেই। গোটা হাসপাতাল চত্বর খোঁজা খুঁজির পরেও তার সন্ধান মিলেনি। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। ওয়ার্ড সহ হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখানোর দাবি জানান তিনি। সিসিটিভি খারাপ অবস্থায় রয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয় বলে দাবি করেন রামবাবু। দুর্গাপুর নিউ টাউনশিপ থানাতে শের বাহাদুরের নিখোঁজ ডায়েরি করা হয়। এদিন বৃহস্পতিবার পুলিশ জানাই অভিযোগের ভিত্তিতে নিখোঁজের খোঁজে তদন্ত শুরু হয়েছে। মহাকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন রোগীর নিখোঁজ এর বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। তদন্তে সব রকম সহযোগিতা করা হবে বলে জানান তিনি । বেড থেকে চিকিৎসাধীন রোগীর নিখোঁজ এর ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।