দুর্গাপুরে অনুষ্ঠিত হল সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ
আমার কথা, দুর্গাপুর, ১৩ জানুয়ারী:
বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এখন উৎসব মুখর দুর্গাপুর। ইতিমধ্যেই দুর্গাপুরে চলছে , দুর্গাপুর ক্লাব সমন্বয়ের , স্পোর্টস কার্নিভাল ২০২৫।এই আবহাওয়া এর মধ্যেই ১১ ই জানুয়ারি শনিবার সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীর , এ-জোন অঞ্চলে অবস্থিত দুর্গাপুর স্টিল প্লান্ট স্পোর্টস হোস্টেলে হয়ে গেল দুদিন ব্যাপী পশ্চিম বর্ধমান জেলা কিক বক্সিং অ্যাসোসিয়ন দ্বারা পরিচালিত, সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫। উদ্যোক্তাদের থেকে জানা গেছে, প্রতিযোগিতায় ১৬ টি জেলা থেকে প্রায় ৩০০ জন, এই কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। শনিবার সন্ধ্যায় উপস্থিত অতিথিদের বরণ ও প্রদীপ প্রজ্জ্বলন করে সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন D.I.G. (B.S.F.) I.P.S. অনিল কুমার সিং , রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কালিমুল হক , দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী, ডক্টর উদয়ন চৌধুরী , ডক্টর দেব কুমার দাস , বিশিষ্ট সমাজসেবী উত্তম মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। নৃত্য অনুষ্ঠান এবং একটি বন্ধুত্বপূর্ণ কিক বক্সিং ম্যাচ দিয়ে দুর্গাপুরের বুকে এই প্রথম সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের সূচনা হয়। এই কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ চল্র ১১ ও ১২ জানুয়ারী। প্রথম দিন কিক বক্সিং চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে উপস্থিত দর্শক , খেলোয়ার ও তাঁদের পরিবারের লোকেদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। শুধু তাই নয়, উপস্থিত অতিথিরা সকলের কাছে আবেদন জানান , প্রতিটি পরিবার থেকে তাঁদের ছেলে- মেয়েদের , নিজস্ব আত্মরক্ষার স্বার্থে কিক বক্সিং এর সাথে যুক্ত করুক। এছাড়াও তাঁরা বলেন, আমাদের দেশে কিট বক্সিং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শরীরকে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার জন্য কিক বক্সিং একটি গুরুত্বপূর্ণ মার্শাল আর্ট। এছাড়াও জানা গেছে,দক্ষিণবঙ্গের প্রায় ১৬ টি জেলা থেকে ১৮৩ জন কিকবক্সিং খেলোয়াড় সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছিলেন। দুর্গাপুর থেকে অংশগ্রহণ করছিলেন ৪৭ জন কিকবক্সিং খেলোয়াড়। পুরুষ ও মহিলাদের মোট ১৯ টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয় এখানে। ১২ ই জানুয়ারি কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের বিজয়ী ও রানারদের ট্রফি ও মেডেল এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন এডিপিসির ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা ও দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। টুর্নামেন্টের জেনারেল সেক্রেটারি ফিরোজ খান জানান, ২০১৪ সাল থেকে দুর্গাপুরের বুকে বিভিন্ন সময় কিক বক্সিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথমবার দুর্গাপুর শহরের বুকে সাউথ বেঙ্গল স্টেট কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো।