মকর সংক্রান্তিতে দুঃস্থদের শীতবস্ত্র, রেশন সামগ্রী উপহার
আমার কথা, পান্ডবেশ্বর, ১৪ জানুয়ারী:
মঙ্গলবার মকর সংক্রান্তি উৎসবে মাতলো বাঙালি। ভোর বেলায় পূণয় স্নান করতে এদিন ভিড় হয় বিভিন্ন নদী ঘাটে। আপামর বাঙালির কাছে এটি একটি পবিত্র ও উৎসবের দিন। কয়লা খনি সংস্থা ইসিএলের গৃহিনীদের “শতাশ্রী” স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এদিন বেশকিছু দুঃস্থ পরিবারকে শীতবস্ত্র, পোশাক ছাড়াও রেশন ও মিষ্টি সামগ্রী উপহার দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানটি হয় বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে কস্তুরী সাহু, অনুরানি সিং, শ্বেতা মানাডা, ললিতা চৌধুরী সহ অন্যরা। অনুষ্ঠানে শংকরপুর গ্রাম সহ সংশ্লিষ্ট এলাকার দুঃস্থদের উপহার গুলি দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
কস্তুরি সাহু জানান আজ মকর সংক্রান্তির দিন, বাঙালির অন্যতম উৎসব। সংক্রান্তিতে সবাই যাতে পরিবার নিয়ে উৎসবে সামিল হতে পারে সেই জন্যই এই উদ্যোগ বলে জানান তিনি।