দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের জঙ্গলে আগুন, দুষ্কৃতিদের হাত থাকার সম্ভাবনা দেখছেন অধ্যক্ষা

আমার কথা, দুর্গাপুর, ৬ মার্চঃ
দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন জঙ্গলে আগুনের জেরে ছড়ালো আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরের দিকে এই আগুন লাগে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
১৪ একর জমির ওপর অবস্থিত দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় ও মহিলা হস্টেল। এই হস্টেল ও কলেজটির মাঝে রয়েছে গাছ গাছালি ভর্তি জঙ্গল। আগুন লাগে সেই জঙ্গলেই। অধ্যক্ষা মহানন্দা কাঞ্জিলাল বলেন, “কলেজের হস্টেলের পেছনেই রয়েছে একটি বস্তি। সেই বস্তির বাসিন্দাদের একাংশ নিত্য তান্ডব চালায়। হস্টেলের জিনিসপত্র চুরি করা সহ নানা রকমের তান্ডব চালায় তাঁরা। সিসি ক্যামেরা লাগিয়েও কোনো রকম সুরাহা হচ্ছে না। আজকের এই আগুন লাগার পেছনে ওই বস্তির কিছু দুষ্কৃতির হাত থাকতে পারে আমার মনে হচ্ছে। আমরা এ বিষয়ে পুলিশকে জানিয়েছি। দুর্গাপুর থানার পুলিশ এসেছিল। যেহেতু কলেজটি মেয়েদের আর হস্টেলেও মেয়েরাই থাকে তাই প্রশাসনের কাছে আমরা নজরদারি আরো বাড়ানোর আবেদন জানিয়েছি। তবে আমরা বেশ ভয়ে আছি।”
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। মকল আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস বলেন,আগুন লাগার খবর পেয়ে আমরা পৌঁছে কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।”