এসএমই ১০০ অ্যাওয়ার্ড পেলেন পশ্চিম বর্ধমানের উদ্যোগপতি নরেশ শর্মা

আমার কথা, অন্ডাল, ৭ মার্চ:
এ বছরের সর্বভারতীয় ইন্ডিয়া এসএমই ১০০ অ্যাওয়ার্ড পেলেন পশ্চিম বর্ধমানের উদ্যোগপতি নরেশ শর্মা। বৃহস্পতিবার নয়া দিল্লির চানপুরীতে ইন্ডিয়া এস এম ই ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার পান তিনি।
১১তম সর্বভারতীয় স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি (এসএমই) অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় নয়া দিল্লির চানকপুরীর লীলা প্যালেসে। সংস্থার উৎপাদনের গুণগত মান এবং পরিবেশ বান্ধব উৎপাদনের জন্য প্রতিবছর সংস্থার উদ্যোগে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এবার এই পুরস্কারের জন্য সারা দেশের ২৭ হাজার ৪০০ সংস্থা নিজেদের নাম নথিভুক্ত করে। দেশের মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্র থেকে ১৭, উত্তর প্রদেশের ও কর্ণাটকের দশটি করে সংস্থার পাশাপাশি পশ্চিমবাংলা থেকে এবার ছটি সংস্থা এবার এই অ্যাওয়ার্ড পাই। বাংলার ছ’টি সংস্থার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার একমাত্র অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রি মানদন্ডে উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করে। বৃহস্পতিবার দিল্লির লীলা প্যালেসে সম্মানীয় অতিথিদের হাত থেকে সম্মান গ্রহণ করেন অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান নরেশ শর্মা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী অনুরাগ ঠাকুর, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র সহ অন্যরা।
দিল্লি থেকে শুক্রবার সন্ধ্যায় নরেশ শর্মা জানান এই পুরস্কার প্রাপ্তি আগামী দিনে আরও ভালো কাজ করার উৎসাহ যোগাবে। নরেশ বাবুর এই সম্মান প্রাপ্তিতে এখন খুশির হাওয়া পশ্চিম বর্ধমান জেলায় ব্যবসায়ী মহলে।