দুর্গাপুরে দুদিন ব্যাপি নাট্যোৎসবের আয়োজন

আমার কথা, দুর্গাপুর, ৬ মার্চঃ
দুর্গাপুরে শুরু হতে চলেছে দুদিন ব্যাপি নাট্যোৎসব। টিনের তলোয়ার নাটচালার একাদশ বর্ষপূর্তি উপলক্ষ্যে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই নাট্যোৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ৮ ও ৯ মার্চ এই দুদিন ধরে সৃজনীতে প্রদর্শিত হতে চলেছে নাটক। নাট্যপ্রেমীদের কথা মাথায় রেখে এই নাট্যোৎসবের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে নাট্যোৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করেন উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, তিনটি বিখ্যাত নাতক মঞ্চস্থ হবে এই দুদিন ধরে। প্রথমদিন অর্থাৎ ৮ মার্চ বিকেল ৫টা৪৫ মিনিটে অনীকের প্রযোজনায় মঞ্চস্থ হবে আক্ষরিক নামে নাটকটি। এরপর ৯ মার্চ দুপুর ৩টে ৫ মিনিটে কল্লোল ভট্টাচার্য্যের নির্দেশনায় মঞ্চস্থ হবে নীল পিরিতের ফুল ও শেষ এবং মূল আকর্ষণ বিকেল ৫টা ৫৫ মিনিটে বিখ্যাত নাট্য পরিচালক সুজন মুখোপাধ্যায় পরিচালিত ও চেতনার প্রযোজনায় মহাত্মা বনাম গান্ধী নামে নাটকটি, যার মুখ্য ভূমিকায় রয়েছেন চলচিত্র জগতের বিখ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী তথা একেনবাবু।
এই নাট্যোৎসবকে ঘিরে খুবই আশাবাদী উদ্যোক্তারা। উদ্যোক্তাদের মধ্যে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় জানান, “দুর্গাপুর শহর কৃষ্টি সংস্কৃতির শহর। তাই এই শহরবাসীদের আবেদনে আমরা গত দু বছর ধরে সৃজনীতে নাট্যোৎসবের আয়োজন করছি। এ বারের নাট্যোৎসবে আমরা টিকিতের মূল্য খুব সামান্যই রেখেছি যাতে সব সতরের মানুষ আমাদের এই নাতক দেখতে পান। বিশেষ করে, ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে টিকিতে মূল্যে তাঁদের জন্য রয়েছে বিশেষ ছাড়। কারন আমাদের মূল লক্ষ্যে এই নাটক দেখতে যাতে বেশি সংখ্যক ছাত্র ছাত্রীরা আসতে পারে। আমরা চাই দুর্গাপুরের ছাত্র ছাত্রীরা যাতে মোবাইল আসক্তি কমিয়ে নাটকপ্রেমী হয়ে ওঠে। প্রতি বছর বেশ ভাল সাড়া পাই। আশা রাখছি এ বছরও তার ব্যাতিক্রম ঘটবে না।”