দুর্গাপুর বণিকসভার পক্ষ থেকে এ জোন ফাঁড়িকে সিসিটিভির মনিটর উপহার

আমার কথা, দুর্গাপুর, ৬ মার্চঃ
অপরাধ আটকাতে বর্তমান যুগে সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয়তা অপরিহার্য্য। অনেক বড় বড় অপরাধ আটকানো সম্ভব হয়েছে সিসিটিভি ক্যামেরার কারনে। বিশেষ করে তদন্তের ক্ষেত্রে পুলিশ প্রশাসন অনেকটাই নির্ভরশীল সিসিটিভি ক্যামেরার উপর। বৃহস্পতিবার, এই ক্ষেত্রে এক উদ্যোগ নিলো দুর্গাপুর বনিকসভা। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এ-জোন ফাঁড়িকে সিসি ক্যামেরার জন্য একটি টিভি মনিটর উপহার দিলো দুর্গাপুর বনিকসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ-জোন ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রামানুজ রহমান। দুর্গাপুর বণকসভার পক্ষ থেকে চন্দন দত্ত, রমাপ্রসাদ হালদার সহ আরো অনেকে।
রমাপ্রসাদ হালদার বলেন, “বেনাচিতি বাজারে অধিকাংশ ব্যবসায়ীরা তাঁদের দোকানে সিসি ক্যামেরা লাগিয়েছেন। আমরা এই কারনে এ জোন ফাঁড়িতে আজ একটি টিভি দিলাম যাতে কোনো অপরাধ সংগঠিত হলে আমরা ফাঁড়িতে এসে সেই অপরাধ বা অপরাধীকে চিহ্নিত করতে পারি।”
এ জোন ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রামানুজ রহমান বলেন, “বেনাচিতিতে অনেক সোনার দোকান থেকে শুরু করে বড় বড় ব্যাংক রয়েছে। ২০২৩ সালে আমাদের ফাঁড়ি পুড়ে গেছিল। তখন থেকেই সিস্টেম অকেজো হয়ে ছিল আর তখন থেকেই আমি অনুভব করছিলাম। আমাদের আবেদনে সাড়া দিয়ে আজ বণিকসভা থেকে এই টিভি উপহার দিলো। আমরা এর সাথে নিজেরা ১৫টি সিসি ক্যামেরা লাগানো্র উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য এ জোন ফাঁড়ির অন্তর্গত পুরো এলাকায় মোট ৫০ টি সিসি ক্যামেরা লাগানো”।