বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কারখানার গেট আটকে বিক্ষোভ অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকাশ্রমিকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮অক্টোবরঃ
অ্যালয় স্টীল প্যান্টে সিটু,আই.এন.টি.টি.ইউ.সি ও আই এন টি.টি.ইউ.সি সর্মথিত প্রায় ৭০০ জন ঠিকা শ্রমিক আজ বৃহস্পতিবার কারখানার গেট আটকে বিক্ষোভ দেখান। আটকে দেওয়া হয় স্থায়ী শ্রমিক ও কারখানার আধিকারিকদের। তাদের অভিযোগ, দীর্ঘ দিন কোন বেতন বাড়েনি এই ঠিকা শ্রমিকদের, আর তার মধ্যে যদিও বা বেতন বৃদ্ধি প্রসঙ্গ এলো তাতেও আগামী বছর থেকে মাত্র ৬ টাকা বৃদ্ধি হবে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়াও আরো ভিবিন্ন দাবি নিয়ে তাঁরা এদিন পরিবাদে সামিল হন। এরপরে আজ সকাল থেকে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। সমাধান না হলে বিক্ষোভ টানা চলবে বলেও হুঁশিয়ার দেয় বিক্ষোভকারীরা।