বাবুলকে সুপ্রিয়োকে পুজোয় গানের অ্যালবাম বের করে মানুষের মন জয়ের পরামর্শ আসানসোলের মেয়রের
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১২অক্টোবরঃ
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োকে ফের এক হাত নিলেন মেয়র তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারী। তাঁকে বাবুল নয় বুলবুল সুপ্রিয়ো বলে সম্বোধন করে কটাক্ষ করেন মেয়র।
রাজ্যে অবিলম্বে ৩৬৫ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বলে দাবি করেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ো। তারই প্রেক্ষিতে জেলা সভাপতি বলেন উনি গায়ক, গান করতে করতে ভোটে জিতেছেন। সংবিধানের কিছু বোঝেন? বলুন তো ৩৩০ ধারায় কিংবা ৩২২ ধারায় কি আছে? যা বোঝেন না তা নিয়ে কথা বলেন কেন? এসব না করে বরং পুজোতে গানের অ্যালবাম বের করে মানুষের মন জয় করুন। সেই জন্যই তো ওনাকে আমি বাবুল সুপ্রিয়ো নয় বুলবুল সুপ্রিয়ো নাম দিয়েছি।”