বন্ধুদের আড্ডার মাঝে শ্যুট আউট, গুলিবিদ্ধ খনি কর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২০জানুয়ারীঃ
অন্ডালে ফের শুট আউট, গুলিবিদ্ধ হয়ে আহত হলেন এক খনি কমী। ঘটনাটি ঘটেছে হরিশপুর এলাকায়। আহত ব্যক্তির নাম রঞ্জিত বাউরী (৪২)।.
স্থানীয় সূত্রে জানা গেছে আজ বুধবার রাত পৌনে ৯ টা নাগাদ বন্ধুদের সাথে স্থানীয় স্কুল মাঠে আড্ডায় বসে ছিলেন রঞ্জিত বাউরী। সেই সময় মোটর বাইকে এসে ২ জন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের চালানো গুলি রঞ্জিতবাবুর পিঠে লাগে। আহত রঞ্জিতবাবুকে ঘটনাস্থলে থাকা বন্ধুরা কাজোড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ তাকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে অন্ধকার থাকায় এবং দুষ্কৃতীদের মুখ কাপড়ে ঢাকা থাকায় তাদের চেনা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
এখন প্রশ্ন উঠছে যে দুষ্কৃতীদের লক্ষ্য কি রঞ্জিতবাবু ছিলেন,নাকি অন্য কেউ? সেই বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে।